ভর্তি চলছে আবেদন করুন

পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল

শিক্ষক প্যানেল

মুফতি জুবায়ের আহমাদ (হাফি:)

পরিচালক

মুফতি জুবায়ের আহমদ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম এবং দায়ী। একাধিক বিষয়ের উপর তার প্রায় ৪২ টির মত লিখিত বই বিভিন্ন অঙ্গনে সমাদৃত হয়েছে। তার লেখা বই মক্কা ও মদীনা লাইব্রেরীতে গৃহীত হয়েছে। তিনি একাধিক মাদ্রাসার সাথে জড়িত থেকে দ্বীনের কাজ করে যাচ্ছেন। তিনি ইসলামী দাওয়া ইনস্টিউট, মান্ডা, মুগদা এর প্রিন্সিপাল। তিনি শিক্ষাগত জীবনে মেশকাত(স্নাতোক) শেষ করেছেন জামিয়া রহমানিয়া , ঢাকা থেকে। এরপর দাওরা হাদীস (মাস্টার্স) শেষ করেছেন দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়া থেকে । এছাড়াও উচ্চতর অরবী সাহিত্যের উপর তিনি উচ্চতর পড়াশোনা করেন দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ, ইউপি, ইন্ডিয়া থেকে।

 

ইঞ্জিনিয়ার খন্দকার মারছুছ

চেয়ারম্যান ও প্রিন্সিপাল

খন্দকার মারছুছ বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছেন RUET এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে।
এরপর আইটিতে এম.এস.সি করেছেন এমআইটি(JU), থেকে।
এমবিএ করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট, ইন্ডিয়া থেকে ।

তিনি বর্তমানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন, রিলায়েন্স হাই টেক লিমিটেড।

তিনি আইবির মেম্বার ২০১৩ সাল থেকে: মেম্বারশিপ নং: MIEB-M/37140
তিনি আইইই এর মেম্বার। মেম্বারশিপ নং: IEEE-90613053
এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন এর মেম্বার। মেম্বারশিপ নং: IAENG-169937

মেজর আব্দুস সালাম সরকার (অবঃ)

পরিচালক

চেয়ারম্যান, হোমস ৭১ লি.
চেয়ারম্যান, কিংস্টন হসপিটাল প্রাঃ লি.


মোঃ জুয়েল ইসলাম

এডমিন

অনার্স, মাস্টার্স,
ন্যাশনাল ইউনিভার্সিটি।
হেড অফ একাউন্টস, আইওএম।

হাফেজ মাওলানা সাইফুদ্দীন শাকিল

 মেইল কো-অর্ডিনেটর এবং উস্তাদ

তিনি হিফজ সম্পন্ন করেছেন জামিয়াতুস সুন্নাহ কুমিল্লা, তারপর জালালাইন পর্যন্ত মানারুশ শ্বারক উত্তরাতে পড়ছেন, মিশকাত ও দাওরা জামিয়া আরাবিয়া ফরিদাবাদ।

তাখাসসুস ফিদ দাওয়াহ ইসলামী দাওয়া ইন্সটিটিউট মুগদা মান্ডা থেকে।

উস্তাদ, আইওএম।

 

মাওলানা আশরাফ নাজির

অফিস কো-অর্ডিনেটর এবং ‍উস্তাদ

দাওরায় হাদিস। উস্তাদ, দ্বীনিয়াত স্কুল মক্তব


ইঞ্জি. জুমানা জান্নাত 

ফিমেইল কো অর্ডিনেটর

ডিপ্লোমা ইন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ।

BSc in EEE- AMIE (The Institution of Engineers-IEB)

একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের সাথে  যুক্ত ছিলেন।

 

জান্নাতুল ফিরদাউস সানজি

শিক্ষিকা

তিনি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অনেকগুলো ট্রেইনিং করেছেন।
Training of Innovative Teaching-TIT-Lead Academy
Spoken English course- English Teaching Centre (ETC)
Spoken English course- English Meadow

তাহমিনা আক্তার

শিক্ষিকা

BA, ন্যাশনাল ইউনিভার্সিটি।

প্যারাগন এডুকেয়ার, মর্ডান একাডেমি ও ফার্স্ট এইড স্কুলে দীর্ঘ সময় শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন।

মেহেরুন্নেছা

শিক্ষিকা

বিএসসি ইন মেডিক্যাল এ পড়াশোনা করেছেন।

পূর্বে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কাজ করার  অভিজ্ঞতা রয়েছে।

আইভিনা ইসলাম মৌলিন

শিক্ষিকা

বিএসসি ইন মেডিক্যাল এ পড়াশোনা করেছেন।

পূর্বে শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে কাজ করার  অভিজ্ঞতা রয়েছে।

স্টুডেন্ট কর্নার
স্টুডেন্ট কর্নার